জেরেনিমো স্টিলটনকে চেনো তোমরা? জেরেনিমো খুব বিখ্যাত সাংবাদিক। ওই ইংরিজিতে যাকে বলে রিপোর্টার। ও একটা কাগজে কাজ করে, তার নাম রোডেন্ট’স গ্যাজেট। রোডেন্ট মানে ইঁদুর। আসলে জেরেনিমো তো একটা ধাড়ি ইঁদুর! ওর বাড়ি মাউস আইল্যান্ডে। জেরেনিমো এমনিতে ঠান্ডা স্বভাবের। কিন্তু মাঝে মাঝেই দারুণ অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়ে!
এই বারে জেরেনিমোকে যেতে হবে পরিদের রাজ্যে! পরিদের রানি ব্লসম খুব বিপদে পড়েছে। তার রাজ্যে খুশি নেই। খুশির হৃদয় কোথায় যেন ফাঁদে পড়ে রয়েছে। হার্ট অফ হ্যাপিনেস-কে কেউ খুঁজেই পাচ্ছে না। রানির সন্দেহ, তেত্রিশটা স্ফটিকের তালায় আটকানো এক বন্দিশালায় আটকে রয়েছে সে। তাই রাজ্যে একটুও আনন্দ নেই। ব্লসম তাই রামধনু ড্র্যাগনকে পাঠিয়েছে জেরেনিমোর কাছে। সঙ্গে এক বার্তা। “হে জেরেনিমো! রানি ব্লসম তোমার সাহায্য চাইছে!”
জেরেনিমো কি খুঁজে বের করতে পারবে রানির সাম্রাজ্যের হারানো খুশি? জাহাজ নিয়ে জেরেনিমো ভেসে পড়ল সমুদ্রে। আমি ছবিতে রামধনু ড্র্যাগন আর জেরেনিমোকে এঁকেছি।
শাক্য ডন বস্কোতে ক্লাস টুয়ে পড়েন। টিনটিন আর নানা রকম অ্যানিমেশন চরিত্র নিয়ে ট্যাবের পাতায় বুঁদ হয়ে থাকতে ভালোবাসেন। আর ভালোবাসেন ছবি আঁকতে, বাবার সঙ্গে খেলতে আর দাদুমের কাছে গপ্পো শুনতে। টিনটিন, অ্যাস্টেরিক্স থেকে শঙ্কু বা পাগলা দাশু সবই তার প্রিয়। তবে পিৎজ়া আর কেসাডিয়া সামনে পেলে অবশ্য আর কিছু চান না।
হচ্ছেন তিনি,হয়ে উঠছেন।দাদু,দিদা,পিতা মাতার ছাতার তলায় বেড়ে উঠছেন।