কানায় আঁধার থানায় থানায় নালিশ
কড়ি-কোমল ভ্রমর গড়ে ক্ষেতে

শস্য ছিল অবশ্য মেঘকালীন
দূত পাঠাত সংকেতে সংকেতে

আর যে ছিল পাহাড় টানা ছুট
প্রমাণ দাখিল সমান-সমান স্বাদে

আড়াল থেকে চাঁড়াল করপুট
বিপদ বাড়ায় শ্রীপদ বরবাদে

চলিত গুণ ফলিত যার কুটির
কানায় আঁধার থানায় থানায় নালিশ

পেতেছ  মন গগনজোড়া জুটি
সঙ্গদোষে রঙ্গনের মালি!

সুমন ঘোষের বসবাস বীরভূম জেলার বাতিকার গ্রামে। পেশা শিক্ষকতা। যদিও কবিতা ও সাহিত্য নিয়েই তাঁর অবিরাম উদাসীন পথ চলা। সপ্তর্ষি থেকে প্রকাশিত হয়েছে তাঁর কাব্যগ্রন্থ বারোয়ারি কমিটির থিয়েটার। নিয়মিত লেখেন দেশ, কৃত্তিবাস, উনিশ কুড়ি, কবিসম্মেলন, এখন শান্তিনিকেতন-সহ বিভিন্ন পত্রপত্রিকা ও পোর্টালে। ভালবাসেন নাটক, গান, চিঠি ও কলম। তিনি জানেন জীবন অরূপে গলে যাবে তথাপি তিনি আজন্ম রোমান্টিক ও স্বপ্নচারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *