গাজন উৎসব ভারতের পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে উদযাপিত একটি হিন্দুধর্মীয় লোকউৎসব। এই উৎসব শিব, নীল, মনসা ও ধর্মঠাকুরের পূজাকেন্দ্রিক উৎসব। চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে সন্ন্যাসী বা ভক্তদের মাধ্যমে শিবের গাজন অনুষ্ঠিত হয়। চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজার সঙ্গে এই উৎসবের সমাপ্তি ঘটে। গাজন সাধারণত তিনদিন ধরে চলে। এই উৎসবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল মেলা। দেব লাহিড়ীর ক্যামেরায় গাজন-এর মেলার ছবি দিয়ে এবারের ফটো অ্যালবাম

Deb Lahiri, Travel and Street photographer of Kolkata

দেব লাহিড়ী কলকাতার প্রতিভাবান স্ট্রিট এন্ড ট্রাভেল ফটোগ্রাফার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *