সম্প্রতি পৃথিবী জুড়ে ভিগান ডায়েটের রমরমা| ‘ ভিগান ডায়েট’ হল এমন এক ধরনের ডায়েট যাতে কোনও প্রকার প্রাণীর মাংস থাকে না| এঁদের খাদ্য তালিকায় শুধু যে মাংস থাকে না এমন নয়‚মাছ‚ ডিম‚ দুধ ও দুগ্ধজাতীয় যে কোনও খাবার এবং মধু এ সবের কোনও কিছুই খান না এক জন ভিগন | তাই বলে জুতো ও কিনা ভিগান ?

হ্যাঁ এমনটাই করার চেষ্টা করছেন ফুটওয়্যার ডিজাইনার বৃন্দা জৈন| গত বছর বৃন্দা ওঁর নিজস্ব ব্রান্ড ‘হোয়াইট স্যাডেল’ চালু করেন| শুধু মাত্র হাতে তৈরি করা জুতো পাওয়া যায় সেখানে| তবে প্রথমটায় শুধুমাত্র খাঁটি চামড়া দিয়েই জুতি বানাতেন উনি| কিন্তু সেই জুতোর দাম হত আকাশ ছোঁয়া| তাই বৃন্দা সিদ্ধান্ত নেন উনি চমড়ার বদলে এমন জিনিস দিয়ে জুতো বানাবেন‚ যা দেখতে চামড়ার মতো হলেও‚ দাম হবে অনেক কম | ইতিমধ্যে উনি এই নিয়ে কাজ আরম্ভ করে দিয়েছেন| খুব তাড়াতাড়ি ওঁর ডিজাইন করা ‘ভিগান জুতো’ পাওয়া যাবে ওঁর ওয়েবসাইটে এবং বিভিন্ন জুতোর দোকানে|

প্রশ্ন উঠতে পারে বাজারে তো বহু দিন ধরেই নকল চামড়ার জুতো পাওয়া যায়| তা হলে বৃন্দার বানানো জুতো আর সেই জুতোর মধ্যে তফাত কোথায়? এই প্রশ্নের উত্তরে বৃন্দা জানিয়েছেন ওঁর ডিজাইন করা জুতো নিয়মিত ব্যবহার করলেও তা চলবে বহু দিন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *