ছোটবেলায় সব মায়েরাই বলেন, খাবার নিয়ে খেলতে নেই। কিন্তু এমন এক রকমের খেলা আছে, যা খাবার নিয়ে হলেও অত্যন্ত সুন্দর এবং স্বাস্থ্যকর। আর তাতে খাবার নষ্ট হওয়ারও কোনও আশঙ্কা নেই। এর পোশাকি নাম ফুড আর্ট। ফুড আর্টিস্টরা ফল, সবজি, তাদের খোসা, বিচি, চাল বা ডালের দানা, মশলা ইত্যাদি দিয়ে তৈরি করেন দারুণ সব ছবি আর বার্তা, যা মনোমুগ্ধকর তো বটেই, খাওয়ায় অনীহা রয়েছে, এমন বন্ধুদের খাবারের ব্যাপারে উৎসাহী করে তুলতেও খুব উপযোগী। শুধু রান্না করা খাবার নয়, কাঁচা সবজি দিয়েও তৈরি হয় দারুণ সব ফুড আর্ট। সোশ্যাল মিডিয়ার দৌলতে দিনে দিনে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে এই শিল্প। মুন জি-র করা ফুড আর্টের কিছু নমুনা রইল বাংলালাইভের পাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *