ভাই বা বোনের সঙ্গে তুচ্ছ কারণে আমরা বহু বার ঝগড়া মারামারি করেছি| তা সে এক টুকরো চকোলেটের জন্যই হোক বা বাবা-মায়ের কে বেশি প্রিয় সন্তান তা নিয়েই হোক| তবে বর্তমান নিউক্লিয়ার পরিবারের প্রত্যেকেরই প্রায় একটা করে সন্তান হয়| তাই দাদা-দিদি-ভাই-বোনদের সঙ্গে থাকার আনন্দ থেকে বঞ্চিত হয় তারা| সম্প্রতি এক সমীক্ষায় জানা গিয়েছে‚ ভাইবোনের সঙ্গে ঝগড়া‚ মারামারি করে যে সব সন্তানরা বড় হয়‚ তারা জীবনে ভাল মানুষ হিসেবে পরিচিত হয়|

ইউনিভার্সিটি অব কেমব্রিজের বিজ্ঞানীদের মতে এই ঝগড়া স্বাস্থ্যের পক্ষে ভাল| তাঁদের কথায় ‘ছোটবেলায় আমরা যখন আমাদের ভাই-বোন বা দাদা-দিদির সঙ্গে ঝগড়া করি তার প্রভাব পড়ে আমাদের বড় হয়ে কার্যক্ষমতার ওপর| কারণ এই ঝগড়া আমাদের মানসিক বৃদ্ধিতে সাহায্য করে|’ এখানেই শেষ নয় তাঁরা আরও জানিয়েছেন ভাই-বোনের ঝগড়া সামাজিক দক্ষতা বাড়াতেও সাহায্য করে|

গবেষণায় বলা হয়েছে‚ ভাই-বোনের ঝগড়ায় দু’জনে একে অপরের সঙ্গে কড়া ভাষায় কথা বলে| যা মানসিক গঠনের জন্য দরকারি| দেখা গিয়েছে যে ভাই-বোনেরা ছোটবেলায় ঝগড়া করে তারা বড় হয়ে পরিণত এবং ভাল মানুষ হিসেবে সমাজে গণ্য হয়|

তবে অনেকের ক্ষেত্রে এমনটাও দেখা গেছে ছোটবেলার ঝগড়া‚ যত দিন গেছে তা গুরুতর আকার নিয়েছে| এমন হলে ছোটবেলাতেই মা-বাবার হস্তক্ষেপ করে তা মিটিয়ে ফেলতে হবে‚ মনে করেন বিজ্ঞানীরা| তবে একই সঙ্গে তাঁরা জানিয়েছেন বড় হয়েও যদি এক আধবার ভাই-বোনের মধ্যে ঝগড়া হয় তা হলে তা দু’জনের জন্যেই ভাল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *