রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘ভাগ মিলখা ভাগ’-এ ফারহান আখতরকে দেখা গেছিল দৌড়বিদ মিলখা সিংহের ভূমিকায়। বক্স অফিসে যেমন ভাল ফল পেয়েছিল সেই ছবি তেমনই সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল। ফারহান আখতরের অভিনয় সবার মনে দাগ কেটেছিল। এবার এই জুটি আবার ফিরছে বড় পর্দায়। রাকেশ মেহরার পরবর্তী ছবি ‘তুফান’-এ ফারহান আখতরকে আবার মুখ্য ভূমিকায় দেখা যাবে। এ ছবিটিও ভাগ মিলখা-র মতো একটি স্পোর্টস ফিল্ম। ফারহান এই ছবিতে অভিনয় করবেন বক্সারের ভূমিকায়। শুধু তাই নয় ফারহান আর রিতেশ সিধওয়ানির ‘এক্সেল এন্টারটেনমেন্ট’ এই ছবিটি সহ-প্রযোজনা করবে। ফারহান চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন। ওঁর ওয়র্কআউটের বেশ কিছু ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। কিছুদিন আগেই খবর পাওয়া গেছিল যে পরেশ রাওয়াল এই ছবিতে ফারহানের কোচের ভূমিকায় অভিনয় করবেন।

তবে সংশায় ছিলে ভিলেনের চরিত্র নিয়ে। হিরোর মতো ভিলেনও এই ছবিতে একজন বক্সার। ফলে সঠিক কাউকে নির্বাচন করার জন্য অনেক দিন অপেক্ষা করেছেনে রাকেশ। অবশেষে তাঁর পছন্দ হয়েছে দর্শন কুমারকে। দর্শন এর আগে ‘মেরি কম’-এ প্রিয়ঙ্কা চোপড়ার স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন। তারপর তাঁকে দেখা যায় অনুষ্কা শর্মা প্রযোজিত ‘এনএইছ ১০’-এ। দু’জায়গাতেই ওঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। এই সিনেমায় উনি অভিনয় করবেন মহারাষ্ট্রের বক্সার ধর্মেশ পাটিলের ভূমিকায়। ছবির শুটিং শুরু হয়ে গেছে। দর্শনও নিয়মিত সাত-আট ঘণ্টা বক্সিং প্র্যাক্টিস করছেন। মাইক টাইসনের ভিডিও দেখছেন। এঁদের প্রস্তুতি দেখে মনে হচ্ছে ছবিটি ভালই সাফল্য পাবে।

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *