প্রতিটি হারিয়ে ফেলা ঘুমে
অগণিত জোনাকি হয়ে উড়ে আসে
          প্রথম হৃদয়হরণ৷

 

চোখের তারায় চোখ…
          কথামৃত ঢেলে ঢেলে 
          মূর্ত করে তুলি স্মৃতি৷

চোখের তারায় চোখ…
          আজ, এতকাল পরে
          ভেঙে দিতে পারি ওই
          অষ্টাদশীর ত্রিসীমানা। 

চোখের তারায় চোখ…
          হুইলচেয়ারে নিয়ে ঘুরি
          যে বারো বছরের প্রতিঘ,
          তার সাথে প্রিয়দর্শিনীর
          দেখা হোক, দেখা হোক৷

 

নিয়তির কাছে হেরে গেলে
প্রেম একটি ভাঙা নৌকার মতো 
              ভেসে থাকে দেহদরিয়ায়।

 

*ছবি সৌজন্য: Etsy

সুমন মল্লিকের জন্ম ১৯৮৫ সালে কোচবিহারের তুফানগঞ্জে। বর্তমানে শিলিগুড়ির বাসিন্দা। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। পেশায় শিক্ষক। প্রকাশিত কবিতার বই আটটি৷ ‘উত্তরের কবিমন’ পত্রিকার প্রাক্তন সম্পাদক। বর্তমানে ‘শিলিগুড়ি জংশন’ পত্রিকার সম্পাদনার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। দেশ, ভাষানগর, কৃত্তিবাস, কবি সম্মেলন, কবিতা আশ্রম-সহ বিভিন্ন পত্রিকায় এবং ওয়েবম্যাগে লেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *