ভারতবর্ষের স্বাধীনতা লাভের ৭৫তম বর্ষপূর্তিতে বাংলা দেশাত্মবোধক কয়েকটি গান নিয়ে 'দিঠি' আয়োজন করেছিল এই অনুষ্ঠানটি গত ৬ আগস্ট ২০২২ কলকাতার ইন্দুমতি সভাগৃহে। ভারতের সুপ্রাচিন সভ্যতা ও সংস্কৃতি এবং উত্থান-পতনময় ইতিহাসের প্রেক্ষাপটে রচিত গানগুলি প্রাসঙ্গিক সাহিত্য গ্রন্থের সূত্রে বেঁধে পরিবেশন করা হয়েছে। স্বাধীনতার পুণ্যলগ্ন উদযাপনে এই অনুষ্ঠানটি ফিরে দেখতে চেয়েছে পৃথিবীর এক অন্যতম পুরাতন সভ্যতাকে। অনুষ্ঠানটিতে পরিবেশন করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, অতুলপ্রসাদ সেন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম-এর নির্বাচিত সঙ্কলন। দিঠি আয়োজিত এই অনুষ্ঠানে গান পরিবেশন করেছিলেন অল ইন্ডিয়া রেডিও-র প্রখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শ্রী সন্দীপ ঘোষ এবং অল ইন্ডিয়া রেডিও-র শিল্পী ও 'শ্রুতি মিউজিক একাডেমী, ক্যালিফর্নিয়া'-র প্রতিষ্ঠাতা শ্রীমতী দয়িতা দত্ত। রচনা, পাঠ এবং সংযোজনায় ছিলেন ড. শোভনা ঘোষ এবং যন্ত্রসঙ্গীত সহযোগীতায় ছিলেন শ্রী স্বাগতম দাস (তবলা), শ্রী নন্দন দাশগুপ্ত (এস্রাজ), শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (মন্দিরা)। শব্দ প্রক্ষেপণের দায়িত্তে ছিলেন হাসি পাঞ্চাল। স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রকাশিত হল এই অনুষ্ঠানটির ১ম পর্ব।
Disclaimer: Please use headphone for better experience as the audio output is stereophonic.
banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *