দেবাশিস দত্ত মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সচিব এবং বেঙ্গল চেম্বার অফ কমার্সের সভাপতি। তাঁর সংস্থা ১৯২০ সাল থেকে কলকাতা বন্দর এবং দেশের অন্যান্য বেশ কিছু বন্দরের সঙ্গে যুক্ত। তাঁর উদ্যোগ, তাঁর কর্মজীবন এবং অবশ্যই মোহনবাগান নিয়ে তাঁর সঙ্গে আড্ডা দিলেন রূপা মজুমদার। বাংলালাইভ ডট কমের প্রতিবেদন। সহায়তায় রেডিও নিউটাউন।

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *