শিশির লাফায় নিশির ডাকে
সজনে গাছের ডগায়
আকাশে ঢিল— ঝগড়া বাধে
অশ্লেষা আর মঘায়!

পাশেই কাদের কাঠের সেতু
ঝগড়া শুনে নাচে
উড়ুৎ-ফুড়ুৎ নাচের নদী
বইছে আতসকাচে!

বইতে বইতে দুপুররাতে
পুকুর থেকে পালক
কুড়োচ্ছে কে কী নাম যেন…
সেই ছেলেটা, নালক?

কোথায় থাকে বইয়ের তাকে
কী তুলতুলে ডানা
ইকিরমিকির ফন্দিফিকির
শিশিরে আস্তানা!

শিশির লাফায় নিশির ডাকে
সজনে গাছের ডগায়
সেই ছেলেটা চাঁদ ধরেছে
লম্বা বাঁশের লগায়!

 

*ছবি সৌজন্য: amazon.com

সুমন ঘোষের বসবাস বীরভূম জেলার বাতিকার গ্রামে। পেশা শিক্ষকতা। যদিও কবিতা ও সাহিত্য নিয়েই তাঁর অবিরাম উদাসীন পথ চলা। সপ্তর্ষি থেকে প্রকাশিত হয়েছে তাঁর কাব্যগ্রন্থ বারোয়ারি কমিটির থিয়েটার। নিয়মিত লেখেন দেশ, কৃত্তিবাস, উনিশ কুড়ি, কবিসম্মেলন, এখন শান্তিনিকেতন-সহ বিভিন্ন পত্রপত্রিকা ও পোর্টালে। ভালবাসেন নাটক, গান, চিঠি ও কলম। তিনি জানেন জীবন অরূপে গলে যাবে তথাপি তিনি আজন্ম রোমান্টিক ও স্বপ্নচারী।

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *