ও আমার জলছবি গান,
ও আমার ভোরের আঁখি,
দ্যাখো না হৃদয় জুড়ে 
ওড়ে এক মোহর পাখি।

ও আমার ফুলঝুরি ঢেউ,
ও আমার সবুজ পাতা
সেজেছো? এবার তবে 
ভরে দাও লেখার খাতা!

ও আমার ঝুমঝুমি পথ,
ও আমার পথের আলো,
এসেছো? ভালোই হল,
মনে আজ আবির ঢালো!

ও আমার মাছরাঙাপুর,
ও আমার কথার বাড়ি,
আমাকে আকাশ দিলে 
আমি গাই বাউল, জারি!

ও আমার রূপশালি দিন,
ও আমার কিশোর ঘোড়া,
দেব কি তোমার হাতে?
ধরো নাও ফুলের তোড়া!

মালিপাখি ছদ্মনামে কাব্যচর্চা করেন গদাধর সরকার। তাঁর জন্ম ১৯৬৭ সালে নদিয়ার কৃষ্ণনগরে। সেখানেই বেড়ে ওঠা। পেশায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মচারী। নেশায় কবি। ছোটদের কথা, নীল আকাশ, টুকলু, তিতলি, জীবনকুচি প্রভৃতি পত্রিকায় ইতিমধ্যেই তাঁর লেখা প্রকাশিত হয়েছে। ডি এম লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছে তাঁর বই - মালিপাখির ছড়া সংগ্রহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *