গত নভেম্বরে কলকাতা চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরামা বিভাগে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় অনীক দত্তের নতুন ছবি বরুণবাবুর বন্ধু। এখনও যদিও সেই ছবি প্রেক্ষাগৃহে বাণিজ্যিক ভাবে মুক্তি পায়নি, শহরে কিন্তু বেশ হইচই এই নতুন ছবি ঘিরে। মাস তিনেক আগেই মুক্তি পেয়েছে ট্রেলার। ইউটিউবে ইতিমধ্যেই দেড় লাখ ছাড়িয়েছে ভিউয়ের সংখ্যা। 

ছবি তৈরি হয়েছে রমাপদ চৌধুরীর গল্প ‘ছাদ’ নিয়ে। গল্পের কেন্দ্রীয় চরিত্র বরুণবাবুর ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর স্ত্রীয়ের চরিত্রে রয়েছেন মাধবী মুখোপাধ্যায়। এক বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায়, কৌশিক সেন, শ্রীলেখা মিত্র, অলকানন্দা রায়, বিদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, অনুষ্কা বিশ্বনাথন প্রমুখ একঝাঁক তারকা। সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। 

পরিচালক নিজেই সোশ্যাল মিডিয়ায় একাধিকবার মুখ খুলেছেন ছবির বিষয়বস্তু সম্পর্কে। তাঁর কাছ থেকেই জানা গিয়েছে, বরুণবাবু একজন অশীতিপর। পরিবারের সঙ্গে থাকলেও কিছুটা একা, নিঃসঙ্গ, বিচ্ছিন্ন। স্ত্রী শয্যাশায়ী। পরিবারের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা নেই বললেই চলে। কাছের মানুষ বলতে নাতি। আর এক বন্ধু, যিনি প্রায়দিনই বরুণবাবুর সঙ্গে দেখা করতে আসেন। এমন সময় বরুণবাবুর জন্মদিনে কোনও এক বিশিষ্ট ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করতে আসবেন বলে চিঠি দিয়ে জানান। তিনিও নাকি বরুণবাবুর ছেলেবেলার বন্ধু। ব্যাস। বাড়ি জুড়ে-পাড়া জুড়ে-শহর জুড়ে শুরু হয়ে যায় শোরগোল! দিকে দিকে নানারকম ঘটনা ঘটতে থাকে তারই অনুষঙ্গে। 

এই নিয়েই ছবি। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় খুব শিগগিরই হলে মুক্তি পাবে বরুণবাবুর বন্ধু। ইতিমধ্যে কিছুটা বিতর্কের জন্ম দিলেও এই নতুন স্বাদের ছবি দেখার জন্যে একরকম মুখিয়ে আছে কলকাতা। আপনাদের জন্য রইল ছবির ট্রেলার।

লিখতে শিখেই লুক থ্রু! লিখতে লিখতেই বড় হওয়া। লিখতে লিখতেই বুড়ো। গান ভালবেসে গান আর ত্বকের যত্ন মোটে নিতে পারেন না। আলুভাতে আর ডেভিলড ক্র্যাব বাঁচার রসদ। বাংলা বই, বাংলা গান আর মিঠাপাত্তি পান ছাড়া জীবন আলুনিসম বোধ হয়। ঝর্ণাকলম, ফ্রিজ ম্যাগনেট আর বেডস্যুইচ – এ তিনের লোভ ভয়ঙ্কর!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *