নানা ধরনের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শক এবং সিনেমা ক্রিটিকদের মন জয় করেছেন বোমান ইরানি| কমেডিয়ানের চরিত্র করার জন্য জনপ্রিয়। এ ছাড়াও অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবিতেও দেখা গেছে ওঁকে| এই বার বোমান তৈরি হচ্ছেন ছবি পরিচালনা করার জন্য| তিনি জানিয়েছেন পরিচালকের দায়িত্ব নেওয়ার জন্য এখন প্রস্তুত|

ছবির চিত্রনাট্যও লেখা হয়ে গেছে বোমানের| ছবির অভিনেতা/অভিনেত্রীর খোঁজ চলছে| এই বিষয় কথা বলতে গিয়ে জানিয়েছেন ‘অভিনেতা খোঁজার কাজ চলছে| কিন্তু এ কথাও ঠিক যে চরিত্র অনুয়াযী অভিনেতা খুঁজে পাওয়াটা বেশ কঠিন| এই বছরের শেষে আমরা ছবির অভিনেতাদের চূড়ান্ত করব বলে আশা করেছি|’

ছবির গল্প পিতা-পুত্রের সম্পর্ককে ঘিরে| এবং এই ছবিতে দেখা যাবে ওঁকেও| বহু দিন ধরেই বলিউডের অংশ হওয়া সত্ত্বেও তিনি বলেছেন, ‘এই পৃথিবীতে সহজে কিছু পাওয়া যায় না| ছবি যদি ভাল হয় তা হলে তা সফল হবে|’ সঙ্গে এ-ও যোগ করেছেন, যেহেতু তিনি অভিনয় জগতের সঙ্গে বহু দিন ধরে যুক্ত তাই এক জন নিউকামারের তুলনায় ওঁর পক্ষে দর্শকের কাছে পৌঁছানো অনেক সহজ হবে|

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *