তারপর তোমাকে নিয়ে যাওয়া হলো মর্গে
আকাশ ক্রমশঃ সবুজ ও স্বয়ংক্রিয় ধ্বনিতে
মিথ্যে গুজব রটিয়ে গেলে
তোমার অপরিহার্য ঢিবিগুলি কালো হয়ে যায়–
তুমি ভয় পেয়ে যাও
এই তো আবার মৃত হতে হবে!
মাংসখোরের ভয়ে শুয়ে যেতে হবে শ্বাসরোধ করে
আশেপাশে তাকিয়ে দেখা হয় বারোভূতের সঙ্গে
ওরাও গিয়েছিল,
প্রাচীন কোনো পাথর ভাঙার কাজে
সময় থেকে দূরে কোনো এক শহরে
আজ উনকোটির উল্লম্ব পাহাড়ের স্বপ্ন চোখে
অথবা মনের ভেতর অস্থির কোনো প্লাস্টিকের ছাদ
ঝিরঝির করে কাঁপছে
এভাবে একটি স্বপ্ন সংগঠন তৈরি হল
একদল অহিংস যুবক এর প্রণেতা–
চমকে গেলাম!
এখানেও প্রেমিক জুটেছে আমার
হাড্ডিসার শরীরের উপর পাঞ্জাবি গলিয়ে
চিবিয়ে চলেছে নেরুদা, র‍্যাঁবো আর ফ্যাতাড়ুর মাংস–
ওরা আমার কবিতা পড়েনি কোনওদিন
রূপের তারিফ করে করে
আমাকে অপরাধী করে তোলে প্রতিদিন —
ডেসডিমোনার মতো বিশ্বাসী, পতিপ্রেমী আমাকে
খন্ড খন্ড করে স্লোগান তৈরি করে
বারুদ ও ডিনামাইট গুঁজে রটিয়ে দেওয়া হয় জনস্রোতে
প্রলেতারিয়েত কবিতা লিখেছিলাম বলে
থুতুর নীচে আমার থ্যাঁতলানো শরীরটা দেখা যায়
আমাকে কেউ চিনতে যেও না বরং
আমি সুজাতা নই,
আমি আম্রপালী।

জন্ম ১৯৯৬ সালে আগরতলায়। উচ্চশিক্ষার জন্য খড়গপুরে আসা। হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের ছাত্রী আম্রপালী বেশ কিছুদিন ধরে লিখছেন। অবসরে ছবি আঁকেন, বই পড়েন, শাস্ত্রীয় সংগীত চর্চা করেন। মনেপ্রাণে শিল্পকে আঁকড়ে বাঁচতে চান। আলো ও অন্ধকারের ব্যূহে ভালোবাসা খুঁজে পেতে চান।

3 Responses

  1. খুব সুন্দর লেখা ! আমি সুজাতা নই,আমি আম্রপালী। এই ঘোষণাই দুরন্ত প্রতিবাদ সময়ের আধিপত্যের বিরুদ্ধে !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *