রোদ্দুর রেখেছে হাত, পায়ে
ওকে বলে দাও, আমি আসছি।
হাওয়া এসে চেয়েছে ভিক্ষা, জানি
তাকে ছুঁতে দিও না তুমি, বিস্ত্রস্ত চুল,
লোভীর মত, ওড়াতে বারণ করো বুকের আঁচল;
ওকে বলে দাও, আমি আসছি;
ফাল্গুনের বাগানে তোমার সহজ শরীরে
ঠোঁট রাখতে কোন পাখির প্রয়োজন নেই।
বসন্তকে বল, সে যেন না শোনায় গান,
আমি আসছি, গ্রামোফোন কিম্বা বিউগল
আমিই বাজাব বিভঙ্গ সপ্তকে।
যারা এসে জড়ো হয়েছে রাস্তায়
বিকেলের তির্যক আলোয় ভেসে-ওঠা
তোমার বারান্দার মুখ, বুক, ফ্লুরোসেন্ট
উরুর আভাস, পাতলা স্কার্টের নিচে
দেখবে বলে, তাদেরও বল
বিদায় হতে।
আমি আসছি রিনি, সাড়ে পাঁচশো জন্মের
এবড়োখেবড়ো রাস্তা পেরিয়ে তোমার দেখা পেয়েছি।
এবারে আর কাউকে দেব না নিতে,
ছিনিয়ে তোমায়। বলে দাও ওদের-
এই প্রেম, বদ্ধপরিকর…
দীর্ঘদিনের প্রবাসী উদ্দালক বর্তমানে হিউসটনের বাসিন্দা। পেশাগতভাবে তিনি মেডিকাল রিসার্চের সঙ্গে যুক্ত। সময় পেলে লেখালেখি করতে ভালোবাসেন। বিভিন্ন ব্লগ এবং ওয়েবজিনে ওঁর লেখা নিয়মিত প্রকাশ পায়। মূলত কবিতা লিখতেই ভালোবাসেন।
Beautiful poem !
Thanks কবি!!
পড়লাম। ভাবলাম। ভালো লাগলো। আবার চাই।
Thanks বন্ধু