তুমিও ভীষণ একা অভিমানে, রাগে
সমস্ত জমানো ইস্তাহারে 
ভরে গেছ চুন কালি 

শপথবাক্যের ফাঁকে গুঁজে দাও কাকের পালক 
পেখমের লোভে আজ রাজপথ তোমার দরজায় এসে বসে 

হাজিরার খাতা নিয়ে ফ্লুরোসেন্ট রোদ 
আড়ালে ডেকেছে তাকে 

চুপিসারে ঝকঝকে ছুরির ফলা 
গোপনেই বেড়ে ওঠে 

নিভৃত বিচ্ছেদ ভেবে তার কাছে তুলে ধরো হত্যার মুহূর্ত 
আর 
ছেড়ে যাওয়া কালে চাও জমাট আঁধার 
যাতে সব হত্যাকাণ্ড মুছে যেতে পারে 

 

*ছবি সৌজন্য: Pixabay

বেবী সাউ মূলত কবিতা এবং প্রবন্ধ লেখেন। জন্ম পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায়। বর্তমানে ঝাড়খণ্ডের জামশেদপুর শহরে থাকেন। জামশেদপুর আকাশবাণীতে কর্মরত। কবি বেবী সাউ-এর "কাঁদনাগীত: সংগ্রহ ও ইতিবৃত্ত" বইটি 'কৃত্তিবাস মাসিক পুরস্কার ২০১৯' এবং 'বাংলা একাদেমি তাপসী বসু স্মারক সম্মান ২০২০' পুরস্কারে পেয়েছে। তাঁর কবিতার বইগুলিও একাধিক সম্মান পেয়েছে। যেমন- রাঢ় বাংলা রোদ্দুর সম্মান, বইতরণী পুরস্কার, শব্দপথ যুব সম্মান এবং 'এখন শান্তিনিকেতন' পদ্য সম্মান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *