মনে রাখুন নামটা হাদি মাতার
হাদি মাতার লেবানিজ আমেরিকান
হাদি মাতারের মা আমার মায়ের মতন
হাদি মাতারের বাবা আমার বাবার মতন
ওরা একটু আলো কিনতে হাটে যায় রোজ
হাদি মাতার মাত্র চব্বিশ বছরের একটা
তরতাজা ধুকপুকে হৃদয়
ভুল ধর্মের ভুল আয়াতোল্লার আগুনে
পুড়ে পুড়ে ঝলসে বাতাসে উড়ে
অন্যের ঘরে সে লাগায় আগুন
‘সিলভানা’ হাদি মাতারের মা-ও পোড়ে
ছেলের ঘৃণার আগুনে
হাদি মাতারের বাবা ছাই হয়ে
আমেরিকা থেকে ইউরোপ, আফ্রিকা
এশিয়ার মেঘে মেঘে আকাশময় যেন করুণ বজ্রপাত
১৯৩৬ সাল ১৯শে অগস্ট হাদি মাতার লোরকার মুখে
থুতু ফেলে বলেছিল একজন শয়তান সমকামী যা জাহান্নমে যা!
হিটলারের বুক চিরে হাজার হাদি মাতার স্নানে যায়
লক্ষ লক্ষ ইহুদি আর জিপসি মানুষের চামড়ার সাবান হাতে
কাবুলে বালু-অশ্রু হাহাকার করে গৌতম বুদ্ধের নিরাকার দু’চোখে
হাদি মাতার শুধু একটা নাম নয়
হাদি মাতার হিংসার যমজ সন্তান
অন্ধকারে লুকিয়ে থাকা হিংস্র অন্তঃপুর
যার মুখ শিশুর মতন উজ্জ্বল ও পবিত্র
কিন্তু দু’শিং ও নখ থেকে অন্যের রক্ত ঝরে আল্লার নামে।
খুব শক্তিশালী কবিতা। অত্যন্ত সময়োপযোগী। মর্মে প্রবেশ করল তোমার অনুবাদ কবিতা গৌতম দা।