এই বেশ ভালো আছি, তোফা আছি বলছে যারা বুক বাজিয়ে; তাদেরও পুড়বে কপাল, বেঁচে আছে পকেট ভর্তি কেউটে নিয়ে। সীমাহীন স্পর্ধায় কে চায়, দলিল – ঠিকুজি কুষ্টি তৈরী আছে সেনা – প্রতিবাদে তাদের উদ্ধত মুষ্টি ।
বাজপাখিটা অনেক উঁচুতে, খালি চোখে শুধুই ডানা – পালকে ঢাকা তীক্ষ্ণ নখ – সুযোগ বুঝে দেবে হানা। নতুন সব শব্দকোষে হানছে আঘাত স্বাভিমান – নতুন করে ভিটে হারানোর ব্যথায় তখন কাঁদে প্রাণ।
উন্নত রে উদ্বাস্তু করে – কোমর ভাঙার স্বপ্ন দেখে। তার চেয়ে ভাই মৃত্যু শ্রেয়; লড়াই হোক পথে ঘাটে। বিশ্ব জুড়ে আমরা আছি – নোবেল কিংবা অস্কারে
মগজ ধোলাই দোলায় মালাই রক্তচক্ষু বোরখা মুখে মাতৃসম ভিটের মাটি কাড়তে আসিস কোন সুখে? রক্তবীজের বংশ মোদের – প্রয়োজনে প্রাণ দে অবহেলে , লড়াইটা যে লড়তে জানি – প্রমাণ আছে সেলুলার জেলে।
পেশায় কোন্নগর মিউনিসিপ্যালিটির কর্মী, নেশায় কবি। লিখে ফেলেছেন বেশ কটি কবিতার বই। অত্যন্ত সুবক্তা এই কবি পরিচিত মহলে দারুণ জনপ্রিয়।