সুরেশ:- বলছি। তৃতীয় বিশ্বের নয়া রাস্তা রে ভিকি। ওই যে বলছিলি এখানে এটা একটা খাটা পায়খানা।
(সুরেশ মদ ঢালতে যায়। এইসময় দিব্যা আসে। ভিকি দিব্যার দিকে তাকায়)
দিব্যা:- চলো। অল সেটেলড। তুমি একবার গিয়ে ইয়ে রুটটা শুনে নেবে চলো।
ভিকি:- তুমি যাও। আমি দু’মিনিটে আসছি।
দিব্যা:- ও.কে। কিন্তু তাড়াতাড়ি এসো।
[দিব্যা সুরেশের দিকে হেসে তারপর চলে যায়। ভিকি অসহিষ্ণু গলায় বলে]
ভিকি:- কি সুরেশভাই বলুন। কোন আখরি রাস্তার কথা আপনি বলছিলেন? (সুরেশ চুপ) আরে বলুন।(সুরেশ চুপ) কি হল বলুন? খুব কৌতূহল হচ্ছে আমার।
(সুরেশ মদ খায়। তারপর ভিকির দিকে তাকায়)
সুরেশ:- অন্য একদিন বলা যাবে। আমি আসছি নেক্সট উইকে তোর বাড়িতে। ডিনার খাব। সেইদিন বলব। তাড়া নেই তো কিছু। তুই যা, ওদের কাছে যা। আমি টেরেসে গিয়ে শরাফদের সঙ্গে জয়েন করি। অনেকদিন সিগারেট খাই না। আজ একটা খেতে বড় ইচ্ছে করছে। তোরা কখন বেরোবি জানাস। আমিও শ্মশান যাব। শিব-জির দাহ সম্পূর্ণ হলে তারপর তোকে গাড়িতে তুলে বাড়ি ফিরব। যারে ভিকি যা, রাত বাড়ছে। যা তুই।
[সুরেশ সেলারের দরজা খুলে ভেতরে চলে যান। ভিকি কিছুক্ষণ বসে থাকে। ওর মদ শেষ করে। আবহ আসে। প্রথম ঘরে আলো জ্বলে। সেখানে অরুণা, প্রমোদ, নবনীত, হিমাংশু ও দিব্যা বসে আছে। ওদের হাতে ওয়াইন ও হুইস্কি গ্লাস। ওরা সবাই মিলে হাসছে। ভিকি ওদের কিছুক্ষণ দেখে। তারপর উঠে হেঁটে এসে ওদের সঙ্গে জয়েন করে। হিমাংশু একটা গ্লাসে ভিকির জন্য পানীয় বানিয়ে দেয়। ভিকিও হাসিতামাশায় মেতে ওঠে। কিছুক্ষণ পর আলো নেভে। একইসঙ্গে প্ল্যাটফর্মের ওপর অল্প আলো ও রাস্তায় উজ্জ্বল আলো আসে। প্ল্যাটফর্মের ওপর যেন একটি টেলিভিশনের সেট। সেখানে মাঝখানে অ্যাংকর বসে। তাঁর বাঁদিকে একটি ডাবল সোফায় ইন্দীবর ও জাফর বসে। ডানদিকে সিঙ্গল সোফায় গঙ্গাধর চাপেকার বসে আছেন। সবাই কথা বলছেন। কিন্তু শোনা যাচ্ছে না। রাস্তায় অর্থাৎ ডাউন লেফটে পুনম দাঁড়িয়ে ‘ফোনো’ দিচ্ছে। পুনমের ‘ফোনো’ শুরু হওয়ার একটু বাদে শিবকুমার খান্নার দেহ খাটিয়ায় চাপিয়ে ডাউন রাইটে একদিকে ভিকি ও হিমাংশু এবং পেছনে প্রমোদ ও সুরেশ বেরিয়ে আসে। তাদের পাশে অরুণা, নবনীত, দিব্যা, শরাফ ও জয়দেব আছে। জয়দেব খই ছড়াতে ছড়তে ‘রাম নাম সত হ্যায়’ বলছে। কিন্তু আবহ মিশ্রিত পুনমের গলার জন্য সেটা শোনা যাচ্ছে না। ওরা দেহ নিয়ে একদিক থেকে ধীর লয়ে বেরিয়ে যায়। পুনম বলতে থাকে]
পুনম:- সমাচার চ্যানেলের জন্য ব্রেকিং নিউজ। আজ রাতে প্রয়াত অভিনেতা রাজনীতিবিদ শ্রদ্ধেয় শ্রী শিবকুমার খান্না নিয়ে আমাদের চ্যানেলে বসছেন প্রখ্যাত দুই প্রজন্মের দুই সুপারস্টার, যথা ইন্দীবর খুরানা ও জাফর আলি খান। আর এই অনুষ্ঠানে নিজের বাড়ি থেকে লাইভে যুক্ত হবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী গঙ্গাধর চাপেকার। এইমুহূর্তে শিবকুমার খান্নার মরদেহ ধীর লয়ে এগিয়ে চলেছে ওরলির জিজামাতা নগরীর শ্মশানঘাটের দিকে। একটু পরেই বর্ষীয়ান এই অভিনেতার অন্ত্যেষ্টি সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা আমাদের চ্যানেলের দিকে চোখ রাখুন। একটু পরেই লাইভে আমরা সরাসরি ফিরে আসব প্রয়াত শ্রী শিবকুমার খান্নার স্মরণে বিশেষ অনুষ্ঠান ‘নমঃ শিবায়’ নিয়ে। আপনারা দেখতে থাকুন।
[পুনম ‘ফোনো’ শেষ করে। মহেশ আসে]
মহেশ:- চল, আজকের মতো কাজ শেষ। চল এবার অন্তত একটু জলওয়ায় গিয়ে বসি। দুটো পেগ খাই। আমি খাওয়াব তোকে। আজ অন্তত না করিস না প্লিজ।
পুনম:- রাম নাম সত হ্যায়। চ, তোর এতদিনকার সখ, আমার সঙ্গে ডেট করবি। আমার চ্যানেল আজকে যা ব্রেক দিয়েছে, তোদের সবাইকে দশগোল মেরে দিয়েছি। মন পুরো খুশ্ হয়ে আছে। চ, আজ তোর সব গোপন ইচ্ছে পূরণ করে দেব।
মহেশ:- (চোখ নাচায়) বলছিস। গ্রেট। চ তবে।
[দুজন বেরিয়ে যায়। পাটাতনের ওপর আলো জ্বলে। যেন টিভির সম্প্রচার শুরু হল। অ্যাংকর কথা বলছে। দুপাশ থেকে ইন্দীবর, জাফর, গঙ্গাধররাও কথা বলেন। কিন্তু তা শোনা যায় না। ধীরে ধীরে পর্দা নামে।]