যেদিন মিহিন সুতোর মতো জ্যোৎস্না নামে
সেদিন কবিরা ঘুমিয়ে পড়ে জানালায় মাথা রেখে
পরীরা নেমে আসে টুপ্ টুপ্
তাদের পায়ের ছাপ রেখে যায় খোলা খাতায়
                ছন্দবদ্ধ, বিষাদ হরফে।

বৃষ্টি নামবেই তুমি বলে যাওনি
শুধু বলেছিলে
মেঘের অনেক ওপরে তোমার বাড়ি

বাতাসে কার দীর্ঘশ্বাস ভাসে
ফেরিওয়ালা ছায়া খোঁজে দুপুর রোদে
আমি আমার জানালায় স্থির
দেখি তোমার জামা শুকোয় একলা ছাদে

ছেলেটা পাক খায়
সাইকেলে পাড়ায় পাড়ায়
রোজ অংকে শূন্য পায়।
দূর থেকে দেখে বাইক
অংক মাস্টারের, হেলানো
তোমাদেরই গেটের গায়ে।

Bengali Poetry Illustration
পড়ে থাকা সম্পর্কগুলো হারানো গলির মতো। অলঙ্করণ: লেখক

 

তোমার প্রথম শাড়ি পড়ার দিন
ভিড় বাসে লোলুপ দৃষ্টির ঝাঁক
কেউ যদি ছুঁয়ে ফেলে ও হলুদ দেহ
পেছনে শিখণ্ডী আমি অল্প ফাঁক;

আমার মুখের কাছে তোমার চুলের কাঁটা

সরস্বতী পুজো মানে
বাস থেকে নেমে তোমার স্কুল অবধি হাঁটা।

মৃত্যু আসলে জলের মতো
বালির ওপরে পদছাপ
মুছে নিয়ে যায়

পড়ে থাকা সম্পর্কগুলো
হারানো গলির মতো

ফ্ল্যাট বাড়ি উঠে আসে পাড়ায় পাড়ায়।

কবিরা একদিন ঘুমিয়ে পড়ে
        কবিতারা তারও আগে

 

*ছবি সৌজন্য: Pinterest

ডক্টর তাপস কুমার রায় আদতে চিত্রকর। কবিতা তাঁর ঘুমহীন রাতের সঙ্গী। দেশ দুকূল, ভাষানগর, বাতায়ন পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর কবিতা। স্বপ্ন দেখেন সার্থক অভিনেতা হওয়ার। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের অর্থনীতির গবেষক ও Antonym পত্রিকার আর্ট এডিটর। স্ত্রী ও কন্যার সঙ্গে আমেরিকার সিনসিনাটির বাসিন্দা।

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *