ডক্টর তাপস কুমার রায় আদতে চিত্রকর। কবিতা তাঁর ঘুমহীন রাতের সঙ্গী। দেশ দুকূল, ভাষানগর, বাতায়ন পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর কবিতা। স্বপ্ন দেখেন সার্থক অভিনেতা হওয়ার। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের অর্থনীতির গবেষক ও Antonym পত্রিকার আর্ট এডিটর। স্ত্রী ও কন্যার সঙ্গে আমেরিকার সিনসিনাটির বাসিন্দা।
Jomey gelam … Just FATAFATI ❤️🎉🙏