সিনেমা আর স্টেজ– দূরত্বটা কি আদৌ পার হওয়া যায় ? একইসঙ্গে পর্দা আর মঞ্চের ভাষা আয়ত্তে আসে কি ? দুই মাধ্যমেই সফল নির্দেশক সুমন মুখোপাধ্যায়, তাঁর অভিজ্ঞতা লিখেছেন ‘মঞ্চ-চিত্রের বৃত্তান্ত’-তে। এই বই নিয়ে আড্ডাস্কোপে মঞ্চ-চিত্রের তিন মহারথী – সুমন মুখোপাধ্যায়, হিরণ মিত্র, অংশুমান ভৌমিক। খেই ধরিয়ে দিলেন দেবর্ষি বন্দ্যোপাধ্যায়

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *