ছবি প্রচারের জন্য আজকাল কত কীই না করতে হয় তারকাদের! এই ‘হাউজফুল ৪’ ছবির অভিনেতাদের কথাই ভাবুন! শেষ অবধি ছবি প্রচারের উদ্দেশ্যে ট্রেনে চা বিক্রি করতে হল ওঁদের| ছবির প্রধান চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমার‚ রীতেষ দেশমুখ‚ কৃতি শ্যানন‚ পূজা হেগড়ে‚ কৃতি খরবান্দা‚ চাঙ্কি পান্ডে এবং ববি দেওলকে| সম্প্রতি ‘হাউজফুল ৪’ ছবি প্রচার করতে মুম্বই থেকে দিল্লি একটা বিশেষ ট্রেনে যার নাম ‘প্রমোশন অন উইলস’-এ পাড়ি দিলেন তারকারা|

https://www.instagram.com/p/B3rp51GhgJq/?utm_source=ig_embed&utm_campaign=dlfix

ট্রেন যাত্রার সময় ছবির অভিনেতারা একে অপরের সঙ্গে অন্তক্ষরী খেলেন| এ ছাড়াও ছবির গানের সঙ্গে নাচও করেন| তারকাদের সঙ্গে সাংবাদিকরাও উপস্থিত ছিলেন| এখানেই শেষ নয় অক্ষয় কুমারের অনুরোধে ছবির বাকি অভিনেতারা চা ও বিক্রি করেন| চা বিক্রেতার ভূমিকায় রীতেশ দেশমুখ ও চাঙ্কি পান্ডে সবাইকে ছাপিয়ে যান|

এর মাঝেই এক জন সাংবাদিক অক্ষয় কুমারকে প্রশ্ন করেন এত এনার্জি উনি কোথা থেকে পান? উত্তরে অক্ষয় বলেন ওঁদের যে পরিমাণে পারিশ্রমিক দেওয়া হয়‚ তাতে যে কোনও অভিনেতাই এমনটা করতে রাজি হবেন| সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘হাউজফুল ৪’ চলতি মাসের ২৫ তারিখে মুক্তি পেতে চলেছে|

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *