বাক্য দিয়ে কাব্য করো
কাব্য তো নেই মর্মে
এমনতর ফক্কিকরি
সইবে না আর ধর্মে
দু-চার কথা লিখতে
গিয়ে ভাসছ গলদঘর্মে
ভাষায় দখল নেইকো মোটে
তবু সুযোগ পেলেই
কাব্য ফোটে, আর
একটি যদি লিখেছ তো
ফুটবে কাঁটা চর্মে
তবুও ভয় পাচ্ছ না যে
চর্ম অতি পুরু
বেশ তো, এসো আজ থেকে
এই আমিই তোমার গুরু
রসিকলাল জন্ম-অলস। ফলে চিরকালের কাঠবেকার। তবে পরনিন্দা পরচর্চায় তাঁর বিশেষ আগ্রহ ও বুৎপত্তি লক্ষণীয়। আর বাচ্চাদের সঙ্গ ভারী পছন্দ করেন।
খুব সুন্দর ছড়া।