কোনও এক লিখিত অলৌকিক, বোঝা যায় তবুও অবুঝ 
বাঁধভাঙা বন্যার শরীর, যৌবন ঠিক সবুজ পাতার গাছ, 
কার লেখা ঔরসগান, কার দেহ এখনও অর্বাচীন 
স্রোত আর বেহিসাবি অঙ্কের খাতা? 
সব টানাপোড়েন কোঠাবাড়ি তুলে রাখা গোপন 
বাহ্য ইতিহাস, এখন ভোরবেলা, অদূর ভবিষ্যত, 
রঙ লাগা স্বপ্ন উঠান। কে খাচ্ছে ভাগচাষ এঁটো 
কাটা বখরার চপ, তার মানে কি পাল্টে যাবে 
শ্বাসের সংখ্যা ও সংজ্ঞাএখন উল্টোদিক পথভোলা 
বোঝা যায় নীল সুতো, জুতো খুলে রাখে। 
জ্বলছে লাল চোখ, দাবানল, মাঝ রাস্তায় ঠোঁট, 
সব জল বিন্দুর মাঝে শুধু বিন্দু বিন্দু বিড়ির আগুন। 

 

*ছবি সৌজন্য: Pixabay

Wribhu Chottopadhyay

লেখালেখির সূত্রপাত ছোটবেলায়। বর্তমানে শিক্ষকতার পাশাপাশি নিয়মিত কবিতা ও গল্প লেখেন তথ্যকেন্দ্র, গৃহশোভা, নবকল্লোল দৈনিক স্টেটসম্যান, সুখবর, সাতসকাল, দেশ, আনন্দবাজার রবিবাসরীয়, এই সময়-সহ আরো বহু বাণিজ্যিক পত্রিকায়। এই পর্যন্ত ইংরেজিতে লিখিত কবিতা ও গল্প ভারত-সহ বহু দেশে প্রকাশিত। নিবন্ধ ও ছোটগল্প প্রকাশিত হয়েছে বাংলালাইভ, মহানগর, দ্য ওয়াল-সহ বহু অনলাইন ম্যাগাজিনে। প্রকাশিত বইয়ের সংখ্যা সাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *