একটা এলাহী প্রেম গোপনে নদী হয়ে গেছে।
বৃষ্টিপাতের পর
স্থলরেখা বদলেছে প্রেক্ষাপট,
অববাহিকায় লজ্জা এনেছে অনটন।
আজকাল বড় বেশি ঘোর লাগে অনাদরে,
ঘোলা জলে স্মৃতি টইটম্বুর।
এত কথা ছিল
তবু কোনওখানে এতটুকু দাগ লেগে নেই-
ভালবাসা বলো একে? না কেবল জলজ সুখ?

আঙুলে আঙুল বুলিয়ে
ভাগাভাগি করে নেওয়া অসুখ,
আর্দ্রতা জেনে নেয় ভেতরের খবর, চাপা আস্কারা
বিস্তর দাম্পত্য এসব।
আমি অনায়াসে লিখে ফেলি একদিস্তা
আধভেজা আঁচলে ঢেউ ছিল যত।
এতদূর আসা-যাওয়া
এতসব বাসি কথা থেকে যায় ছেঁড়া ছেঁড়া হয়ে,
পুরোনো শাড়ির ভাঁজে এতসব শরীরের স্মৃতি থেকে যায়।

বিদিশার জন্ম নদীয়ার হরিণঘাটায়। হরিণঘাটা মহাবিদ্যালয় থেকে স্নাতক হয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর পড়াশোনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *