সংগীতাচার্য অমিয় রঞ্জনের জন্ম উনিশশো সাতাশ সালের একুশে ফেব্রুয়ারি, উত্তর কলকাতার টেগোর ক্যাসেল স্ট্রিটে, বিষ্ণুপুরের ঐতিহ্যশালী প্রসিদ্ধ বন্দ্যোপাধ্যায় বংশে। দেড়শো বছর ধরে এই বংশ বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদ ও খেয়ালের ধারক ও বাহক। পিতা সঙ্গীতাচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় বহুমুখী প্রতিভার সংগীতগুণী। খুব ছোটোবয়েসেই অমিয়রঞ্জনের সংগীত শিক্ষা শুরু। পিতা সত্যকিঙ্করের কাছে শিখেছেন ধ্রুপদ ও সেতার। পরবর্তীকালে বাদ্যযন্ত্র ছেড়ে গানকেই পাখির চোখ করেন। আরো বিশদে বললে, খেয়ালেই পূর্ণ মনোসংযোগ করেন। এই সাক্ষাৎকারে নিজের গান, গবেষণা ও ঘরানা নিয়ে কথা বললেন শ্রীঅমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। সাক্ষাৎকার নিয়েছেন তাঁর ছাত্রী সংগ্রামী লাহিড়ী।
Vocalist Amiya Ranjan Banerjee interview video. 

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *