রতনলাল বিশ্বাস একজন অভিযাত্রী। তিনি পায়ে হেঁটে অতিক্রম করেছেন অসংখ্য গিরিপথ। হেঁটেছেন মরুভূমিতে, সমুদ্রতটে, বরফজমা পাহাড়ি হ্রদের বুকে। রাশিয়ার বিখ্যাত বরফে ডাকা বইকাল হ্রদ পেরিয়েছেন। ভ্রমণ লেখক হিসেবেও তিনি এক পরিচিত নাম। রতনলাল বিশ্বাসের ট্রেকিং জীবনের কথা বাংলালাইভ চরৈবেতি সিরিজের এই পর্বে। সাক্ষাৎকার নিলেন সাইকেল অভিযাত্রী সম্রাট মৌলিক।

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *