মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়ের জন্ম ১৩৪৪ বঙ্গাব্দের ২৪ কার্তিক পুরুলিয়ার শিয়ালডাঙ্গা গ্রামে। ছাত্রবয়স থেকেই লেখালিখির সূত্রপাত। ১৯৫৫ সালে সাপ্তাহিক সংগঠন পত্রিকায় প্রথম কবিতা
মুদ্রিত হয়। লিখেছেন মৌচাক, শিশুসাথী, প্রবাসী, ভারতবর্ষ, বসুমতী,
পরিচয়, সত্যযুগ, নন্দন, গনশক্তি , সন্দেশ, শুকতারা, অনুষ্টুপ, কিশোর ভারতী, কৃত্তিবাস সহ দেশ-বিদেশের অসংখ্য পত্রপত্রিকায়। ৫৪ বছর ধরে সম্পাদনা করে চলেছেন 'কেতকী' পত্রিকা।
সম্পাদনা করেছেন আরও বেশ কিছু পত্রিকা।
পেয়েছেন অজস্র সম্মান। তাঁকে নিয়ে বিশেষ সম্মাননা সংখ্যা করেছে একাধিক পত্রিকা।
paresh54mondal@gmail.com