ভারতের প্রায় সর্বত্র হোলি উৎসব অনুষ্ঠিত হলেও, রাধাকৃষ্ণের লীলাভূমি ব্রজভূমের অর্থাৎ বৃন্দাবনের হোলির রং ও উন্মাদনা বিশ্বপ্রসিদ্ধ। অন্যত্র একদিনের উৎসব হলেও, ব্রজভূমের হোলির উৎসব চলে প্রায় এক সপ্তাহ ধরে। কখনও রাধার গ্রাম বারসানা, কখনও কৃষ্ণের গ্রাম নন্দগাঁও, কখনও মথুরা, কখনও বৃন্দাবনে চলে ভক্তদের এবং পর্যটকদের রং খেলা।
Excellent
ভালো লাগল