নিজেকে ক্রমশঃ গুটিয়ে ফেলুন, হারেমের ভেতর অন্যপুরুষ…   

নিজেকে আস্তে আস্তে নিভিয়ে ফেলুন

আপনার খেল খতম্, জীবন শীগগিরি আপনাকে বেড়ালছানার
মতো ঘাড় ধরে ফেলে আসবে আস্তাকুঁড়ের জঙ্গলে
আপনার তুলতুলে মন আর মায়ার নয়, এখন আস্বাদের বস্তু
এদেশে ক্ষুধিতের সংখ্যা প্রতিমুহূর্তে বাড়ছে
মাথা গোনার অভ্যাস থাকলে বুঝতে পারবেন, জন্তুর সংখ্যাও…  

হাঁ মুখের মধ্যে গুনে দেখুন কয়টা বিষদাঁত দেখতে পাওয়া যায়!

রিফিউজি কলোনির ছেলে, চাঁদ ধরতে গিয়ে আপনি জানতেও
পারেননি কখন বামন হয়ে গেছেন!

ছবি সৌজন্য:  flickr

সুমন চট্টোপাধ্যায় কৃষি-স্নাতক ও একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে কর্মরত। লেখালেখির সূচনা স্কুল ম্যাগাজিনের দিনগুলি থেকে। নিবন্ধ ও পদ্যের জগতে মৃদু চলাচলে শান্তি খুঁজে পান জীবনের ক্লান্ত মুহূর্তগুলিতে। হুগলি জেলার নবগ্রামের আজন্ম বাসিন্দা এবং প্রকাশে ও প্রত্যাখ্যানে সমান অভ্যস্ত সুমনের শখ একটাই: ‘সামান্যে’-র মধ্যে ‘অসামান্যে’র অন্বেষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *