স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ১০ – ১২আগস্ট ২০২২, গোর্কি সদনে কলকাতা কথকতা আয়োজিত প্রদর্শনী “কল অফ দ্য ফ্রিডম”। বিখ্যাত সংগ্রাহকরা অংশগ্রহণ করবেন, তাঁদের দুষ্প্রাপ্য সংগ্রহ নিয়ে। উদ্বোধনে থাকবেন বিশিষ্ট গুনীজনেরা। আপনাদের সবার আন্তরিক আমন্ত্রন।
banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *