অতিমারীর কবলে ধুঁকছে বিশ্ব।
সঙ্গে যুদ্ধ, মন্দা, কাজ-হারানো, স্কুলছুট।

পৃথিবীকে এ অবস্থা থেকে সারিয়ে তুলতে চান ডাঃ রুহুল আবিদ।
মার্কিন প্রবাসী চিকিৎসক, অধ্যাপক, সমাজকর্মী।
দুঃস্থ সহায়সম্বলহীন মানুষদের পাশে রয়েছে তাঁর সংস্থা HAEFA

বাংলালাইভ প্রবাস আলাপচারিতায় ডাঃ রুহুল আবিদ-এর সঙ্গে মহুয়া সেন মুখোপাধ্যায়।

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *