সাড়া

ঝাঁকড়া গাছের অনেক নিচের একটা ডালে পাতাটার বাড়ি
সে মুখ দেখে ঝিমধরা পাতকুয়োর জলে
তিনদিনের ভারী দুর্যোগে তার গায়ে আঁচটাও লাগেনি
বৃষ্টি থামল
হাওয়া উঠল
পরদিনই তাকে ভাসতে দেখা গেল ঠান্ডা শান্ত জলে
অতদিন পর কুয়োর চোখভর্তি নীল ডাকে
                          পাতা সাড়া না দিয়ে পারেনি।

সঞ্চার

সন্ধের ঠিক আগে
              গাছেদের ভাবতে দেখেছি
ঘাসেদের সে সময় বাতাস ডাকা বারণ
গাছেরা ভাবতে ভাবতে
পাতার একদিক অন্ধকার করে ফেলে
তারপর তাদের ভাবনার সুগন্ধে
গর্ভিনী হয়ে ওঠে
              জুঁই গন্ধরাজ কামিনী
ওরা প্রত্যেকে সাদা…
যেকোনো কবির ভালোলাগা কুমারী কাগজের চেয়ে
ঢের ঢের সাদা।

 

*ছবি সৌজন্য: Pixabay

বাপ্পাদিত্যের জন্ম ১৯৭৬ সালে কলকাতায়। বর্তমানে বরানগরের বাসিন্দা। অর্থনীতির স্নাতক। ১৫ বছর ধরে দেশবিদেশে নানা সংস্থায় উচ্চপদে চাকরির পর ২০১৬ সাল থেকে সম্পূর্ণভাবে লেখালেখি এবং নিজস্ব উদ্যোগে মনোনিবেশ। নিয়মিত লেখেন কবিসম্মেলন, কৃত্তিবাস, একুশ শতক, উদ্বোধন, স্টেটসম্যান, প্রথম আলো, মালিনী প্রভৃতি পত্রপত্রিকায় । এ যাবৎ প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচ। প্রথম বই ২০১৭ সালে 'খুঁজে যাই'। সে বছরই ধ্রুব সাহিত্য কহন পত্রিকা প্রদত্ত সবিতা চক্রবর্তী স্মৃতি পুরস্কারে সম্মানিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *