দূরতম দ্বীপ থেকে ভেসে আসে বিলাপসংগীত
বড়ো টিন্ডাল ঘাম মুছতে মুছতে
কখন এসেছে উঠে ডেকের হাওয়ায়…
তখনও কে যেন গাইছে
এই দ্বীপে এসো প্রিয়, এখানে মিষ্টি জল আছে
লোনা দরিয়ায় আর কতদিন ভাসবে….
অল্পবয়সের মাল্লারা তাকিয়ে থাকে 
জনহীন দ্বীপটির দিকে… মেয়েমানুষের গলা
দু’মাসের উপোসী শরীর 

বড়ো টিন্ডাল বুকে ক্রশ এঁকে 
ফোকসালে নেমে গেলে
ছেলেগুলো  চোখ টেপে, ফাটা ঠোঁট চাটে
জাহাজ এগোয়
দ্বীপটি হারিয়ে যায় সি-গালের ডানার ওপাশে 
 
*ছবি সৌজন্য: Pixabay

মীরা মুখোপাধ্যায়ের জন্ম ১৯৬১ সালে কলকাতায়। শৈশবে প্রচণ্ড দারিদ্রের সঙ্গে দাঁতে নখে লড়াই করতে হয়েছে। অভাবের জন্য লেখাপড়া হয়নি বেশি দূর। শিক্ষকতার ইচ্ছেপূরণ হয়নি। ডাকবিভাগে চাকরি করেছেন। কবিতা লেখার শুরু যৌবনেই। তবে মাঝে বহু বছর লেখা বন্ধ ছিল পারিবারিক কারনে। অবসরের পর নতুন করে শুরু। প্রকাশিত হয়েছে দুটি কাব্যগ্রন্থ-- 'ছন্ন সেরেনাদ কিংবা' এবং 'অরোরা বোরিয়ালিস'।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *