২০২০ সালের এপ্রিল মাসে বাংলালাইভের সঙ্গে যাত্রা শুরু করেছিলেন গোসাঁইকবি। কলামের নাম ‘কবিতার সঙ্গে বসবাস’। কেমন সেই কাব্যময় অভিযাত্রা? কবি নিজেই লিখেছিলেন প্রথম পর্বটিতে– ‘কবিতা বিষয়টাই আজও আমার অজানা। কবিতা, আমার কাছে, এখনও, একটা অজানা বিন্দু থেকে যাত্রা শুরু করে। পথ চলে একরকম অজানার মধ্য দিয়ে। এবার এক অজানায় পৌঁছে সম্পূর্ণ করে নিজেকে। কবিতা সম্পূর্ণ হবার আগের লাইনে অথবা তার আগের লাইনে আমি আন্দাজ পাই কবিতাটি এবার থামতে চলেছে। এই অজানার সঙ্গে বসবাস করেই পার করে এলাম এতগুলো বছর।’ সেই অজানাকে আবিষ্কার আজও কবিমানসে নিরন্তর বয়ে চলেছে। ভাবছেন, পড়ছেন, আবার ভাবছেন, কখনও লিখছেন, কখনও অস্ফূটে বলছেন। চলেছে অন্তর্যাত্রা। নবীন কবিদের কবিতাকে আশ্রয় করে কবিভাবনের সূক্ষ্ম পথরেখা উন্মোচিত হচ্ছে পরতে পরতে। বাংলালাইভ উঁকি দিচ্ছে সেই গোপন অন্তর্লীন কাব্যবিশ্বের এক কোণ দিয়ে…। শুরু হল ‘কবিতার সঙ্গে বসবাস’-এর দ্বিতীয় পর্যায়। এবার সঙ্গে থাকবে কবিকণ্ঠে কবিতা পাঠ, যা শুনতে পাবেন পডকাস্ট হিসেবেও। Read more ...
Joy Goswami

জয় গোস্বামীর জন্ম ১৯৫৪ সালে, কলকাতায়। শৈশব কৈশোর কেটেছে রানাঘাটে। দেশ পত্রিকাতে চাকরি করেছেন বহু বছর। আনন্দ পুরস্কার পেয়েছেন দু'বার - ১৯৯০ সালে 'ঘুমিয়েছ ঝাউপাতা?' কাব্যগ্রন্থের জন্য। ১৯৯৮ সালে 'যারা বৃষ্টিতে ভিজেছিল' কাব্যোপন্যাসের জন্য। ১৯৯৭ সালে পেয়েছেন বাংলা আকাদেমি পুরস্কার। দেশ বিদেশ ঘুরে বেড়িয়েছেন কবিতার সাহচর্যে। ২০১৫ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি.লিট পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *