পাড়ার ছেলে গুবলে। কখনও রকে বসে আড্ডা মারে, কখনও পাড়ার ক্লাবে ফুটবল ম্যাচে গোলকিপিং করে, পাড়ায় কারও অসুখ করলে একডাকে গুবলে হাজির… অ্যাম্বুল্যান্স, ডাক্তার, ওষুধ করতে হবে তো? কালীপুজোর চাঁদা তোলা হোক বা পাড়ায় ব্যান্ডের ফাংশান– গুবলে সদাই হাজির। সেই গুবলেকে নিয়েই নতুন নতুন মজার ছবি আঁকছেন বিশিষ্ট কার্টুনিস্ট তমাল ভট্টাচার্য। 

রেবতীভূষণের স্নেহধন্য কার্টুনিস্ট তমাল ভট্টাচার্যের প্রথাগত শিক্ষা গভর্নমেন্ট আর্ট কলেজে। তবে কার্টুনের প্রতি ভালবাসা অনেক শিশু বয়স থেকে। কলেজে পড়াকালীনই তাঁর কার্টুন ও অলঙ্করণ প্রকাশিত হয় নানা পত্রপত্রিকায়। সোনার বাংলা, গণশক্তি, কালান্তর প্রভৃতি সংবাদপত্র ছাড়াও কলকাতা দূরদর্শনের 'রঙ্গব্যঙ্গ' বিভাগে তাঁর কার্টুন ছিল নিয়মিত। প্রচ্ছদশিল্পী হিসেবে কাজ করেছেন নির্মল বুক এজেন্সি, নিউ বেঙ্গল প্রেস, ন্যাশনাল বুক এজেন্সি, উজ্জ্বল সাহিত্য মন্দির প্রভৃতি প্রকাশনা সংস্থার সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *