সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৭ তম জন্মদিবসে বাংলালাইভের নিবেদন-“একক সৌমিত্র”। তপন সিনহা ফাউন্ডেশনের সম্পাদক ও সাংবাদিক অরিজিৎ মৈত্রের সঙ্গে আলাপচারিতায় সত্যজিৎপুত্র ও চিত্র পরিচালক সন্দীপ রায়, সৌমিত্রপুত্র, কবি সৌগত চট্টোপাধ্যায়, কন্যা ও নাট্যকার, নির্দেশক, অভিনেত্রী পৌলমী চট্টোপাধ্যায় ও মুখোমুখি নাট্যদলের সম্পাদক ও নাট্যকর্মী বিলু দত্ত।
banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *