গোলবাজারের ফোয়ারাটার
কাছে এসে দাঁড়ালে
ওপরেই মাতাল আঁধার}
আর তার তলাকার গ্যাঁজানো আলোয়
খোলা চুলের প্রেমিক-প্রেমিকাদের আশনাই দেখা যাবে
সামান্য আড়চোখে কিম্বা সোজাসুজি
তারপর কয়েক পাক দৌড়ে নেওয়া যেতেই পারে গোল গোল ঘুরে
ঘুরতে ঘুরতে যদি দেখা হয়ে যায়
পুরনো পদ্যকার বন্ধুটির সঙ্গে
শুনতে পাব কবেকার
সেই পংক্তিমালা এখনও
সে আউড়ে চলেছে—
বোতল বোতল সুরা আমার জন্য দিওয়ানা হয়ে গেল, তবু
আমি মাতাল হলাম কই
আমি পাগল হলাম কই

এই তো ক্রমে বন্ধু কত নিবিড় হয়ে এলি
ওই যে দেখি
কেমন ভারী
গলায় গলায় ভাব

এই তো সময়
বন্ধু রে তুই
নিপুণ হাতে
ছুরি চালা পিছে

চিকন চিরল স্বপ্ন না-হয়
ফুটুক আমার পিছে
ধীরেসুস্থে দগদগে
হোক ঘা
তবু 

বন্ধু রে
তুই
আমার পিছে
চিরল চিকন
স্বপ্ন এঁকে যা

 

*ছবি সৌজন্য: Pixabay

অরিঞ্জয় বিশ্বাস বাসন্তীদেবী কলেজে ইতিহাসের অধ্যাপক। বইপত্তরে ডুবে থাকতে পারলে আর কিছু চান না। তবে বিশেষ শখ বলে খুব একটা কিছু নেই। কাজ অনেক। তবে মূলত অকাজে ব্যস্ত মানুষ। ঠায় চুপটি করে বসে থাকতে ভালোবাসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *