আর সে যে কী তুমুল টান সেদিন বাতাসে, কী বলব
তাঁবুগুলো নিজেরাই গল্প হয়ে উঠছিল ফুলে-ফেঁপে 

 সানাই ও বাঁশি মিলে কী গজল্লা, কী গজল্লা

 ঝুলে আছে পুতুলেরা, মাঝখানে অদৃশ্য হাত 
টান দিচ্ছে সুতো ধরে, টান দিচ্ছে নড়া ধরে 
চুমু খাচ্ছে একযোগে সাপ ও ব্যাঙের ঠোঁটে 

 জমে গেছে খেলাহাট, ভঙ্গিমা বসবে মুখে 
              এক্সপ্রেশন, মেলোড্রামাটিক 
তৃণে ও তূণীরে, ঘেমে ওঠে হাত
                  চাপ আসে তলপেটে 

জমাট বাঁধছে রক্ত দিনে দিনে 

ব্রোঞ্জ ও পিত্তলের চুড়ি, নথটি নেড়ো না কন্যে 
সোনার পঞ্ছিটি মোর, সোনার পিঞ্জিরায় 

মাইরি বলছি আমি, মুখে নুড়ো জ্বেলে দিয়ে
উড়ে যায় ধূমকেতু বত্রিশ নাড়ির টান ছিঁড়ে

মাইরি বলছি আমি, জানু ও জরায়ু ফেটে যায়  

 

*ছবি সৌজন্য: Pixels

সৌমনা দাশগুপ্ত শূন্য দশকের কবি। এ যাবৎ প্রকাশিত হয়েছে তাঁর ছটি কবিতাগ্রন্থ। ২০০৮ সালে "কৃত্তিবাস" পুরস্কার পেয়েছেন "বেদ পয়স্বিনী" বইটির জন্য। এছাড়া উল্লেখযোগ্য বই: দ্রাক্ষাফলের গান, ঢেউ এবং সংকেত, অন্ধ আমার আলোপোকা ইত্যাদি। ২০২০ সালে প্রতাশিত হয়েছে উপন্যাস 'মাশান রহস্য।'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *