সবেধন এক স্বর্ণপদক
জুটিল অলিম্পিকে
জ্যাভেলিন-বেগে ভারত মিডিয়া
ছোটে নীরজের দিকে

কেহ বা দিতেছে মালা পরাইয়া
কেহ চায় বিপণন
কেহ বানাইবে বায়োপিক এক
জাগাইবে শিহরণ!

কেহ ছুটিয়াছে ক্যামেরা লইয়া
নিবে সাক্ষাৎকার
কেহ বা নীরজে বিনামূল্যেই
দিবে এসইউভি কার!

পিতামাতাগণ পাগলের পারা
জ্যাভেলিন খুঁজে চলে
আহা স্বর্ণের অপার মহিমা
শহরে-মফসসলে!

দেখিয়া শুনিয়া ব্যোমকায়ে যায়
চিন-জাপান-আমেরিকা
আমরা তো কত শত জিতিয়াছি
সব হয়ে গেল ফিকা!

 

*ছড়া: পল্লবী মজুমদার

কর্মসূত্রে বেঙ্গালুরুর বাসিন্দা বিবেক পেশাগত ভাবে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। কিন্তু নেশায় আদ্যন্ত কার্টুনিস্ট এবং পর্যটক। সঙ্গে রয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালিখির অভ্যাস ও সম্পাদনা। তাঁর লেখা তিনটি বইও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। খেলাধুলোয় তাঁর উৎসাহের কথা বেরিয়ে এসেছে সেই বইয়ের মাধ্যমেই। দ্য আমেজিং অলিম্পিকস: ডাউন দ্য সেঞ্চুরিজ়, দ্য ওয়র্ল্ড চেজ়িং দ্য কাপ এবং ফুটবল ফান বুক পাঠকমহলে খুবই সমাদৃত হয়েছে। বেঙ্গালুরুর ইন্ডিয়ান কার্টুন গ্যালারিতে তাঁর কার্টুন নিয়ে একক প্রদর্শনীও হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *