বর্ষাতে প্রকৃতি অনন্য রূপে ধরা দেয়। মেঘ মাটি জল, এমনকী মানুষের মনকেও সে আর্দ্র করে দেয়। হঠাৎ যেন মনে হয় ভীষণ ভালো লাগছে। আবার পরক্ষণেই ভিজে একসা। কোথাও এতটুকু শুকনো অবশিষ্ট নেই। তেমনই ভেজা ভেজা ওম জড়ানো আটটি ছবি সৌরভ হাওলাদারের ক্যামেরায়।

এক সর্বগ্রাসী হাঁ-করা চোখ নিয়ে, কলকাতা ও সংলগ্ন শহরতলিতে জন্ম ও বেড়ে ওঠা সৌরভের। যা দেখেন, তাই মনে হয় ছুঁয়ে দেখলে ভালো হয়। কিছুটা প্রকৌশল, কিছুটা ছবি আঁকা, ভাষা শিক্ষা, থিয়েটার এমন আরও অনেক কিছু। এভাবেই ভেসে চলা। শৈশবে স্কুল পত্রিকায় হাত পাকিয়ে রেল স্টেশনে দেওয়াল পত্রিকা, লিটল ম্যাগাজিনের পাতা থেকে প্রাতিষ্ঠানিক বাণিজ্যিক পত্রিকায় পৌঁছনো। জীবিকার তাগিদে কম্পিউটারের সাথে সখ্য। পাশাপাশি কয়েক মাইল ‘কোড’লেখা চলে সমান্তরাল। কর্পোরেটের হাত ধরে পৃথিবীর কয়েক প্রান্ত দেখে ফেলার অভিজ্ঞতা। সবই উঠে আসে লেখায়। আপাততঃ কলকাতা ও ঢাকা মিলিয়ে প্রকাশিত গ্রন্থ সংখ্যা সাত।

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *