১৮৯৭ সালে রচিত “বহে নিরন্তর অনন্ত আনন্দধারা” গানটি ধ্রুপদ অঙ্গের একটি হিন্দী গান “দু:সহ দখ -দুখ দলনি” ভেঙে তৈরী হয়| পরিবেশিত হল সেঁজুতি গুপ্তর কণ্ঠে।

“বহে নিরন্তর অনন্ত আনন্দধারা”
রবি ঠাকুরের গান
গান : সেঁজুতি

কী বোর্ড ও সঙ্গীত আয়োজন : টাবুন
শব্দগ্রহণ : শুভজিৎ
মিক্সিং মাস্টারিং : মৃত্যুঞ্জয়
আঁকা ও ভিডিও : নন্দন

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *