ফেরাও যদি ফিরব না তো মোটে
চোখ রেখেছি দগ্ধ হব বলে
যতই তুমি চুপটি করে থাক
থাকব আমি ধৈর্য্যে বুক বেঁধে

কেন এমন মাঝেমাঝেই হয়?
চলতে গিয়ে হোঁটচ খাই পথে
এই ভাবি যে সামনে তার দোর
আবার এসে দাঁড়ায় সে শহর!

শহর যেন কুয়াশাময়। ভিড়
হারিয়ে যাই ঝাপসা হতে হতে
ভিড়ের মাঝে হঠাৎ যদি দ্যাখো
বলবে কথা? বন্ধু অজুহাতে?

সেসব বড় পুরনো অভিনয়
আমি তোমায় কবিতা হয়ে লিখি
পারবে যদি মেনে নিও সেদিন
এই আকাশে আমরা সেই পাখি

যাদের শুধু আকাশ জুড়ে বাড়ি
ঝগড়া আছে, নেই তো ছাড়াছাড়ি!

 

*ছবি সৌজন্য: Pexels

সবর্ণা শূন্য দশকের কবি। জন্ম, বেড়ে ওঠা চন্দননগরে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর। গান, নাচ, ছবি আঁকার সঙ্গে সঙ্গে গড়ে ওঠে নিজস্ব ভাবনার জগৎ। পরবর্তীতে হঠাৎই কবিতাকে আঁকড়ে ধরা। গদ্য কবিতার পাশাপাশি ছন্দে লিখতেও ভালবাসেন। ২০১৮-তে সিগনেট প্রেস থেকে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ 'চারদেওয়ালি চুপকথারা'। ২০১৯-এ পেয়েছেন সোনাঝুরি সাহিত্যসম্মান। ২০২০-তে বইতরণী থেকে প্রকাশ পায় তাঁর 'সাদা হরফের হাঁসগুলি' ই-বুক। ২০২১ সালে পূর্বা থেকে প্রকাশিত হয় ' রোদসংসার ও তারামন্ডল'। বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত কবিতা ও প্রবন্ধ লেখেন। কিশোর সাহিত্যেও আগ্রহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *