কীভাবে বুঝবেন আপনার সন্তান অটিস্টিক? সামাজিক শৈলির সমস্যা বা কথা বলা বা শোনার সমস্যা মানেই কি সে অটিস্টিক? কোন কোন পরীক্ষায় নির্ণিত হবে আপনার সন্তানের সমস্যা? উত্তর দিচ্ছেন লন্ডন-নিবাসী শিশু মনোবিদ ও চিত্রপরিচালক ডাঃ অমিতরঞ্জন বিশ্বাস। সঞ্চালনায় প্রখ্যাত বাচিক শিল্পী ঊর্মিমালা বসু।
banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *