যদি উন্মুক্ত হও,
হালকা ফাঁক থেকে ম ম বেরিয়ে আসে জান্তব রশ্মি–
এখনও এই আশ্চর্য ইচ্ছে কথা বলার? অস্থির ক্ষমা,
লেলিহান স্নেহ তাকিয়ে থাক শব্দহীন–

যখন উন্মুক্ত হও,
গোলাকার, বেরঙ আঘাত ঘোরে 
আঙুলের শীর্ণ জালিকা, আঁশরঙ অহরহ 
উন্মত্ত ঘুরে যায় ডাকনাম পিছু পিছু–

 

*ছবি সৌজন্য: Pinterest

অমৃতা ভট্টাচার্য কলকাতায় অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক। আনন্দবাজার পত্রিকা, ইন্ডিয়ান রাইটার্স ফোরাম, কবি সম্মেলন, পোয়েট্রি আউট লাউড (লন্ডন)-সহ দেশবিদেশের বহু পত্রপত্রিকায় কবিতা, ছোটগল্প প্রকাশিত হয়েছে। এযাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা চার। ‘আমরা সবাই পালক আঁকি’, ‘পাইন, ঘাটসিঁড়ি ও শ্রীঘরের গল্প’, ‘ভর বাড়ছে শ্বেতবামনের’ এবং ‘ও অস্পৃশ্য! ও আশ্চর্য! শখ: গান ও ছবি আঁকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *