গ্রীষ্মে নিষেধ খুঁড়িয়ে চলা
বর্ষা এলে নামতা বলা,
শরৎকালের মিষ্টি হাওয়ায়
নিষেধ আছে ভির্মি খাওয়ায়;

হেমন্তে যেই ঝরবে শিশির
নিষেধ কথা বলা পিসির,
শীতে নিষেধ অট্টহাসি,
মাঝদুপুরে সর্দি কাশি,

বসন্তে ভাই যাচ্ছে দেখা
 নিষেধ সবার হিসেব লেখা।
এমনি আরো কয়েক শত
নিষেধ আছে হিসেব মতো – 

সেসব নিষেধ মানলে পরে
থাকবে টিকে ঝাপটা ঝড়ে,
না মানলে ভাই বিপদ ভারী,
পালাচ্ছি তাই তাড়াতাড়ি।

ভূগোলের অধ্যাপিকা। ছোটবেলা থেকেই আঁকা-লেখার সৃজনশীল জগতে আনন্দ খুঁজে পান। ২০১৯ সালে প্রকাশিত হয়েছে প্রথম বই "দাড়িওয়ালা বুড়োটার"। এডওয়ার্ড লিয়রের ননসেন্স লিমেরিক ও ছড়ার বাংলা রূপান্তরের এই সংকলনের অলংকরণও তাঁর নিজের করা।

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *