আমার নাম নীরাজনা। আমি একটা ছবি এঁকেছি।
ছবির সঙ্গে একটা ছড়াও লিখেছি। ছড়াটা একটা প্রশ্ন দিয়ে শেষ হয়েছে।
দু’টোই তোমাদের পড়ার আর দেখার জন্য দিলাম।
এই মেয়েটার কাছে
একটা ফুল আছে
পাখা ধরে হাতে
কুকুর আছে সাথে
কাঠবেড়ালি নাচে
পাখি থাকে গাছে
প্রজাপতি ওড়ে।
গাছ কখনও ঘোরে?
*লেখকের বয়ানের ভিত্তিতে লিখেছেন পল্লবী মজুমদার
নীরাজনা দোলনা ডে স্কুলে ক্লাস ওয়ানে পড়ে। জগৎসংসার বিষয়ে অসীম কৌতূহল। কথা বলতে খুব ভালো লাগে তার। আর ভালো লাগে সিনেমা দেখতে, কমিক্স আঁকতে, গান গাইতে আর ঘুমোতে। নীরাজনার প্রিয় খাবার শসা, মাখন, বিটনুন আর পিৎজা। বড় হয়ে নীরাজনা মহাকাশচারী হতে চায়।