কীভাবে গর্ভের বীজে আলো জ্বালব বলো?
জল দেব, মাটি সার কীভাবে কীভাবে
ফুলের এতদূর অসম্ভব তবু জানো
ওই জ্বলে উঠল আমার সমস্ত গাছ
তোমার পাখির ঘুমে
দীপান্বিতার পেশা শিক্ষকতা। প্রকাশিত কবিতার বই ঝিমরাতের মনোলগ, একান্ন থানের নাও, পাশের উপগ্রহ থেকে, ইতি গন্ধপুষ্পে, হিমঝুরি, কুশের আংটি। ভালোবাসেন গান ও নাটক।