চৌকাঠ না থাকা ঘরে খিদে নেই
একথা জানে না চাকা
শুধুই অতিক্রম, খোলার শব্দ, গতির সঙ্গে আশনাই
আদৌ তৈরি না হওয়া ঠিকানা প্রসব করবে বলে
যখন অপেক্ষায় কাঁটাতার
কী কী সব ভুলে গেছি ভেবে বনমালী
বাসি কুঞ্জেই ফিরে আসি
মচকানো ফুল, ছেঁড়া লতায় দংশন ক্ষত দেখে
স্থিতির প্রিল্যুড বেজে যায়…
দুর্গাপুর নিবাসী অরণ্যা সাহিত্যানুরাগী। পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। একাধিক বাংলা ছোট পত্রিকা ও ওয়েবজিনে নিয়মিত লেখেন। দুর্গাপুর থেকে প্রকাশিত চর্যাপদ পত্রিকার যুগ্ম সম্পাদক অরণ্যা বেড়াতে এবং আড্ডা মারতে ভালোবাসেন।